জীবনটাকে উপভোগ করো 🌸❤️

boy-4838825_1920.jpg

Source

জীবনের এমন একটা পর্যায়ে গিয়ে আমরা অনেক কিছুই উপলব্ধি করতে পারি। যে সময় যে উপলব্ধি করার থেকে না করাটাই অনেক বেশি ভালো মনে হয়। কারণ জীবনের শেষ বয়সে যে যদি আপনি আপনার অতীত সম্পর্কে বিভিন্ন ধরনের বিষয়বস্তু চিন্তা করেন তাহলে আপনি দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না। এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি এবং যারা সেই বয়সে গিয়েছিলেন তাদের কয়েকজনের ইন্টারভিউ এই বিষয়গুলো স্পষ্ট ভাবে বোঝা গিয়েছে।

আমাদের এই জীবনটা অদ্ভুত। এই জীবনে যখন শক্তি থাকে তখন টাকা পয়সা এবং অন্যান্য রিসোর্ট থাকে না। আবার তখন একটি বয়স হয়ে যায় তখন টাকা-পয়সা থাকে কিন্তু আসলে সেই সময়টুকু হয়ে ওঠে না এবং জীবনের শেষ পর্যায়ে গিয়ে টাকা পয়সা এবং সময় দুটোই থাকে কিন্তু দুঃখের বিষয় সে সময় আপনার নিজের শরীর ঠিক থাকে না। অর্থাৎ আপনি অসুস্থ থাকেন। তো এই বিষয় থেকে আমরা এটাই বুঝতে পারি আমাদের জীবনে যাই ঘটে যাক না কেন নিজেকে উপভোগ করতে হবে, নিজের জীবনকে উপভোগ করতে হবে। তাহলেই হয়তো শেষ বয়সে গিয়ে আপনার আর আফসোস করতে হবে না।

নিজের জীবনকে সবসময় উপভোগ করতে হবে। সেটা হোক বড় বিষয় কিংবা ছোট বিষয়। বিশেষ করে আমরা বর্তমানে কোন কোন জায়গায় কাজ করি। কাজের ফাঁকে নিজের ইচ্ছাগুলো পূরন করাটা অনেকটাই বেশি কঠিন হয়ে পড়ে। নিজের ছোট ছোট ইচ্ছে গুলোকে আমরা চাপা দেই তবে। এই বিষয়গুলো চেষ্টা করবেন যেন পূরণ হয়। কারণ এই জীবন তো একটাই। এই জীবনের আপনার ছোট ছোট ইচ্ছাগুলো যদি পূরণ না করেন তাহলে শেষ বয়সে গিয়ে আপনাকে আফসোস করতে হবে। আপনার পরিবারের ছোট ছোট চাহিদা গুলো, ছোট ছোট ভালো লাগাগুলো, এগুলো পূরণ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন সেই সময়টা অনেক চমৎকারভাবে উপভোগ করতে পারবেন। এই বিষয়টি আমি এই পোষ্টের মধ্যে বোঝাতে চেয়েছি। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 15 days ago 

বৃদ্ধ বয়সে গিয়ে আফসোস করার থেকে শক্তি সামর্থ্য থাকতেই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা উচিত। ঘোরাঘুরি করা, নিজের জন্য সময় বের করা যাতে করে নিজের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা যায় এবং একটা পর্যায়ে গিয়ে সেই স্মৃতিগুলো মনে করে আরো আনন্দ পাওয়া যায়। জীবনের শেষ পর্যায়ে যদি টাকা-পয়সা থাকে তখন কিন্তু শরীরে শক্তি সামর্থ্য থাকে না। তখন আর জীবনটাকে উপভোগ করা নয় শুধুমাত্র আফসোস করা ছাড়া আর কোন কিছুই থাকেনা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95924.26
ETH 2810.51
SBD 0.67