দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ভাগ্য বদল (প্রথম পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


জসিম মন খারাপ করে নদীর পাড়ে বসে শুন্য দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে রয়েছে। মন খারাপের কারণ তার বাবা কিছুক্ষণ আগে তাকে বেশ কিছু কথা শুনিয়েছে। জসিমের বয়স এখন প্রায় ২৫ বছর। এই বয়সে সে কোনো কাজকর্ম না করায় তার বাবা তাকে মাঝে মাঝেই রাগারাগি করে। অবশ্য জসিম এটাও বুঝতে পারে রাগারাগি করাটাই স্বাভাবিক। কারণ তার বয়সী তার বন্ধু বান্ধব সকলে কোন না কোন কাজকর্মে ঢুকে পড়েছে। কেউ হয়তো নিজেদের খেতে চাষাবাদ করে।


My journey so far and what i got from STEEMIT_20240604_002004_0000.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

আবার কেউ শহরে গিয়ে কোন কাজে ঢুকেছে। জসিম লেখাপড়া বেশি দূর করেনি। যার ফলে শহরে গিয়ে যে ভালো চাকরি করবে সেই সুযোগও তার নেই। আর মাঠে কাজ করতে তার একেবারেই ভালো লাগেনা। এই নিয়েই মূলত তার বাবার সাথে মনোমালিন্য হয়েছে। জসিমের অনেক দিনের স্বপ্ন সে বিদেশ যাবে। বিদেশে গিয়ে অনেক টাকা রোজগার করবে। কিন্তু বিদেশ যাওয়ার জন্য তো অনেক টাকার প্রয়োজন। তার বাবা এতো টাকা দিতে রাজি হয় না। কারণ তাদের যে সামান্য জমি আছে সেই জমিতে চাষবাস করে তাদেরকে চলতে হয়।


জসিমকে বিদেশে পাঠাতে হলে তাদের সেই জমি বিক্রি করা ছাড়া উপায় নাই। এই কারণেই জসিমের বাবা জসিমকে বিদেশ যাওয়ার টাকা দিতে অসম্মতি জানিয়েছে। এই নিয়ে জসিমের সাথে তার বাবার মাঝে মাঝেই কথা কাটাকাটি হয়। মাঝে মাঝে জসিমের মনে হয় সে বাড়িঘর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাবে। কিন্তু পরিবারের মায়া কাটিয়ে সে বাড়ি থেকে বের হতে পারে না। জসিম সারাদিন না খেয়ে দেয়ে সে নদী পাড়েই বসে রইলো। দিনশেষে যখন সে বাড়িতে গেলো।(চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Sort:  
 28 days ago 

প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর ছেলে সন্তান যদি কোনো কাজকর্ম না করে অর্থাৎ বেকার থাকে, তাহলে তো মা-বাবার কাছ থেকে কথা শুনতেই হবে। দেখা যাক জসিমের ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56963.59
ETH 2355.27
USDT 1.00
SBD 2.38