ক্রিপ্টোকারেন্সির নতুন জগৎ, একটি দ্রুতগামী প্রযুক্তির ভবিষ্যৎ

cryptocurrency-6601591_1920.jpg

Source

বর্তমানে ক্রিপ্টোকারেন্সি সবার কাছে সেই জনপ্রিয়তা পাচ্ছে এবং এর মেইন কারণেই হচ্ছে ডিসেন্টালাইস সিস্টেম এবং এই ব্লকচেইন পদ্ধতিতে অন্য কারো হস্তক্ষে একেবারেই কাজ করে না। এটা একান্তই আপনার ব্যক্তিগত ট্রানজেকশন হিসেবে কাজ করতে পারেন। এর জন্যই সাধারণত এই ক্রিপ্টোকারেন্সি এবং ব্লক চেনের দিকে সাধারণ মানুষেরাও ঝুঁকে পড়ছেন। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি সব থেকে বেশি সহজ দ্রব্য হয়ে উঠেছে এবং সবার হাতে হাতে স্মার্টফোন থেকে খুব সহজেই বিনিয়োগ করার সুযোগ থাকছে। এর কারণেও ক্রিপ্টোকারেন্সি নতুন একটি জগতে পদার্পণ করেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।

বর্তমানে বিশ্বের নামিদামি ধনীরাও কিন্তু ক্রিপ্টোকারেন্সির দিকে ঝুঁকে পড়ছেন। যেমন ইলন মার্কস ইতিমধ্যেই ডজ কয়েন এবং অন্যান্য কয়েনের দিকেও ঝুঁকে পড়ছেন। এছাড়াও আমেরিকার গভর্মেন্টের একটি নিউজ দেখেছিলাম প্রায় 15 কোটি বিটকয়েন কেনার মত কথাবার্তা চলছিল। জানিনা সেটা কতটুকু সত্য কিংবা মিথ্যা। যেহেতু এত বড় বড় ইনভেস্টর এবং এই প্রযুক্তি সম্পর্কে তারাও অনেক ভালো জ্ঞান রাখে বিধাই এই ইন্ডাস্ট্রি আস্তে আস্তে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এখানে যেরকম লাভের সুযোগ রয়েছে ঠিক তেমনিভাবে ক্ষতির ও সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই কারেন্সি গুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতারনার শিকার হচ্ছে মানুষ। তাই এখানে আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই অথেন্টিক ওয়েতে ইনভেস্ট করার চেষ্টা করবেন।

প্রথমে আগে জিনিস আদান-প্রদান করা হতো পরবর্তীতে স্বর্ণ মুদ্রা এবং রুপার মুদ্রা আসলো। পরবর্তীতে টাকার জামানা চলছে। তারপরে ডিজিটাল মানি তবে এখন নতুন একটি জগত তৈরি হচ্ছে সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির জগত। আমরা সময় সাথে সাথে যদি নিজেদের সিস্টেমগুলোকে পরিবর্তন না করি তাহলে এই সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারব না। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার যদি সামর্থ্য থাকে তবে অবশ্যই এই জগতে পা দেওয়া উচিত। আপনার কি মনে হয় সেটা অবশ্যই মন্তব্য লিখতে পারেন। আজকের মত এখানে শেষ করছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.035
BTC 98160.89
ETH 2736.95
SBD 0.63