অর্ণবের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প (প্রথম পর্ব)
অর্ণব ঠিক করল তার কফি শপের নাম রাখবে "কফি কেবিন"। অর্ণবের পক্ষে তার ব্যবসার জন্য অর্থ যোগাড় করা সহজ ছিল না। তার পিতা ছিলো দরিদ্র মানুষ। যার ফলে তার পক্ষে অর্ণবকে টাকা দেয়া কষ্টকর ছিল তারপরেও ছেলের মুখের দিকে তাকিয়ে বাবা কিছু টাকা যোগাড় করে দেয় তাকে। তারা অর্ণবকে যতটা সম্ভব সহায়তা করলো। কিন্তু তবুও সবকিছু গোছগাছ করতে তার আরো টাকার প্রয়োজন ছিলো। সে ব্যাংক থেকে লোন নিতে গেলে, ব্যাংক তাকে লোন দিতে রাজি হয় না।
একদিন সে তার বন্ধু রাহুলের সাথে আলোচনা করলো। রাহুল বলল, "অর্ণব, তুমি যদি কিছু বিনিয়োগকারীর সাথে কথা বলো। যদি তাদের তোমার আইডিয়া পছন্দ হয়। তাহলে তারা হয়তো তোমাকে সহায়তা করবে।"অর্ণব তার বন্ধুদের সাথে কথা বলে কিছু বিনিয়োগকারীর খোঁজ পেলো। সে তাদের সাথে দেখা করে নিজের পরিকল্পনা ব্যাখ্যা করলো। কিছু বিনিয়োগকারী তার পরিকল্পনাকে পছন্দ করলো। কিন্তু তাদের ভেতর বেশিরভাগই অর্ণবের ওপর আস্থা রাখতে পারেনি। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।