জাতি আজ নির্বাক!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বর্তমান এ বাংলাদেশ উত্তাল সমুদ্রের মতোন হয়ে আছে।আর সেটা আমরা কম বেশি সকলেই জানি।সেটা হচ্ছে কোটা বিরুধী আন্দোলন। আর সেটা করছে মূলত শিক্ষার্থীরাই।কারণ তাদের অধিকার হরণ করে একদল প্রজন্মের পর প্রজন্ম কোটার আনন্দ নেবে।আর একদল মানুষ শুধু অনাগ্রহের পাত্র হতেই থাকবে।এমন তো হতে পারে না।তাই না?আর এসবের জন্যেই অর্থাৎ কোটা বাতিলের লক্ষ্যেই বর্তমানে রাজপথ উত্তাল।

তবে গতকাল এমন একটা নিউজ দেখলাম।যেটা দেখে যেনো মনে হচ্ছে আমরা জাতি হিসেবে বিধ্বস্ত! আমরা জাতি হিসেবে বড্ড নিরুপায়।আমরা যেনো গণতন্ত্রে নেই,আমরা আছি রাজতন্ত্রে।যে তন্ত্রের নিপীড়ন এ আমাদের জীবন দিন কে দিন নির্বিষয় হয়ে উঠছে।আর যে নিউজ টা দেখে এতোটা খারাপ লেগেছে।সেটা হলো,

গতকাল কোটাবিরুধী আন্দোলন এ কুমিল্লা বিশ্ববিদ্যালের স্টুডেন্টদের উপরে গুলি করা হয়েছে। এবং এতে করে কয়েকজনের স্টুডেন্ট আহত হয়েছে। একটা সুখের সংবাদ হলো, ওরা বর্তমানে সুস্থ রয়েছে। কিন্তু আমি আসলে সত্যি খুব অবাক হয়েছে, এই ব্যাপারটা দেখে। কারণ একটা দেশ কতোটা নিচে চলে গেলে শিক্ষার্থীদের উপরে পুলিশওয়ালারা লাঠি চার্জ করতে পারে, শিক্ষার্থীদের কে মারতে পারে, এটা আসলে আমার জানা নেই।

আমরা জাতি হিসেবে তাহলে এতোটাই অসহায় হয়ে গিয়েছি যে, আমাদের টাকায় ট্যাক্স নিয়ে, আমাদের টাকায় যারা বেতন পায়, তারাই আবার আমাদের উপরে অকারণে লাঠিচার্জ করে। তাও আবার শুধুমাত্র ন্যায় ভাবে নয়, অন্যায় ভাবে। মাঝেমধ্যে এতো অবাক লাগে কি আর বলবো! কারণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হলো আমাদের দেশের জন্য গৌরব। আমাদের দেশের একমাত্র ধারক ও বাহক। কারণ তাদের মাধ্যমেই আমাদের দেশে এগিয়ে যাবে। আর তাদের উপরে কোন সাহসে পুলিশেরা গুলি করে কিংবা মারে। তা আসলে আমার জানা নেই! আর এরা কি নিজে নিজে করছে? মোটেও নয়। এদের কে উপর মহল থেকে বলা হয় বলেই কিন্তু তারা এসব করে। তার মানে এটাই বুঝা যাচ্ছে যে, আমাদের দেশের আসলে আমাদের দেশের শিক্ষার্থীদের কে নিয়ে কোনো মাথা ব্যাথা নেই। আমাদের দেশের সরকারের শুধুমাত্র তার নিজের স্বার্থ নিয়ে চিন্তা।

কারণ যে সরকার শিক্ষার্থীদের উপরে অত্যাচার করার ঘোষণা দিতে পারে। যে সরকার এই ধরনের কর্মকাণ্ডে নিশ্চুপ থাকতে পারে। আমি মনে করি সেই সরকার আমাদের দেশের জন্য মোটেও উপযোগী নয়। কারণ যে সরকার শিক্ষার্থীদের সাথে এরকম জঘন্য আচরণ করার অধিকার দেয় পুলিশদের।সে সরকার সব পারে!

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95696.21
ETH 2793.14
SBD 0.67