ছোট ছোট পদক্ষেপ বড় কিছু করতে পারে

step-by-step-6655274_1920.jpg

Source

আমরা সবাই জীবনে বড় হতে চাই তবে জীবনে বড় হওয়ার রাস্তা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একটি বিষয় কি জানেন, আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জ্ঞানীগুণী মানুষের জীবনী পড়ে থাকি। তাদের জীবনে কি কি ঘটনা ঘটেছে সে সব বিষয়ে এনালাইসিস করে থাকি। তবে তাদের জীবনে যেসব সমস্যা হয়েছিল এবং তারা যেভাবে সমাধান করেছিল সেই একই সমস্যার সমাধান কিন্তু আপনার ক্ষেত্রে ভিন্ন হতে পারে। তাই সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করবেন। তবে তার সাথে আপনার পরিচিতি সাথে কোনটা যায় সেভাবেই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

আরেকটি বিষয় মাথায় রাখতে হবে। জীবনে হুট করেই বড় কিছু করা সম্ভব না বা করা যায় না। শুধুমাত্র কয়েকজন ব্যতীত। আমি যতগুলো জীবনে পড়েছি বেশিরভাগ ক্ষেত্রেই তারা জীবনে অনেক পরিশ্রম করেছে, অনেক অধ্যাবসায় করেছে এবং বারবার বারবার ব্যর্থ হয়েছে। তারপরে সফলতা তাদের ঝুড়িতে এসে পৌঁছেছে। তবে এই যে বারবার চেষ্টা করার যে প্রবণতা ছিল তারা কিন্তু একেবারেই বড় কিছু আবিষ্কার করতে বা বড় কিছু করার জন্য চেষ্টা করেনি বরঞ্চ তাদের বড় গোলগুলোকে ছোট ছোট অংশ বিভক্ত করেছে। সেই সব ছোট ছোট অংশ আস্তে আস্তে তারা পরিপূর্ণ করেছেন। এরপরেই তারা একজন সফল ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করতে পেরেছেন। আপনার জীবনের ছোট ছোট পদক্ষেপগুলো আপনার জীবনে অনেক বড় একটি ভূমিকা রাখতে পারে।

জীবনে অনেক ধরনের সমস্যা আসবে তবে সেসব সমস্যাগুলো কে সব সময় মোকাবেলা করতে হবে নিজের বুদ্ধিমত্তা দিয়ে। হ্যাঁ, পরামর্শ আপনি সবার কাছ থেকে গ্রহণ করতে পারেন তবে মনে রাখবেন সিদ্ধান্ত যেন আপনার একার হয়। সেই সিদ্ধান্ত যদি আপনি ব্যর্থ হয়ে যান তারপরও আপনি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এগুলো আপনি অন্য কোথাও থেকে পাবেন না। অর্থাৎ সেটা ধরে নিবেন সেটা আপনি টাকা দিয়ে কিংবা মেধা দিয়ে অভিজ্ঞতা কিনে নিয়েছেন। তাহলে দেখবেন পরেরবার যখন কোন সিদ্ধান্ত নিয়েছেন তখন সেটা সঠিক হবার প্রবণতা অনেক গুণ বেড়ে যাবে। তাই জীবনের ছোট ছোট অংশগুলোকে খুব চমৎকার ভাবে হ্যান্ডেল করার চেষ্টা করুন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 4 days ago 

আপনি ঠিক বলেছেন একেকজনের বড় হওয়ার রাস্তা একেকরকম হয়ে থাকে। তবে অধিকাংশ মানুষই পরিশ্রম করে বড় হয়েছেন। আমাদের জীবনে চলার পথে অনেক সমস্যা আসবে সেগুলোকে অতিক্রম করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই সাথে ছোট ছোট বিষয়গুলিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং হ্যান্ডেল করে নিতে হবে। আশা করা যায় তবে জীবনে সফল্য আসবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96357.59
ETH 2627.81
USDT 1.00
SBD 2.31