যদি আমি আগে জানতাম ❤️🙂
বিচ্ছেদের একপর্যায়ে আমাদের সবার কাছে মনে হয় আগে যদি জানতাম তাহলে হয়তো এত ভালবাসতাম না, এত কাছে আসতাম না, তাকে আমার নিজের অভ্যাসে পরিণত করতাম না। হয়তো তাকে ছাড়া ভালোই দিন কাটাতাম। কিন্তু আগে তো আমরা কেউ জানতাম না যে আমাদের ভবিষ্যতে কি হবে! এই যে একটা না জানার বিষয় থেকে আমরা অনেকেই ধোকা খেয়ে যাই, অনেকেই ভালোবাসার অস্তিত্ব হারিয়ে ফেলি। কিন্তু অপরদিকে সেই মানুষটার দিব্যি ভালো থাকে।
আগে যদি জানতাম ভালোবাসায় এত কস্ট রয়েছে তাহলে হয়তো ভালবাসাই আর ভালবাসতাম না। শুধুমাত্র মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতাম। অন্যদিকে নিজেদেরকে ফোকাস করতাম। কিন্তু এ সময় আমাদের আবেগ অনেক বেশি থাকে। আমরা অনেক কিছু না ভেবেই অনেক কিছু করে থাকি যার কারণে পরবর্তীতে আমাদেরকে পস্তাতে হয়। এই সমাজের নিয়ম কানুন বুঝে উঠতে উঠতেই আমরা ভালোবাসার ব্যর্থ হয়ে যাই, ব্যর্থ হয়ে যায় জীবনের একটি অধ্যায়। বরঞ্চ এই বিষয় থেকে বের হওয়ার মত অনেক রাস্তা রয়েছে তবে দিনশেষে নিজের মনকে টুকরো টুকরো করতে হয়।
ভালোবাসার ছলনার কাছে বারবার হেরে যেতে হয় মানুষদেরকে। আমি মনে করি সেই মানুষটা সবথেকে বেশি ভাগ্যবান যে তার ভালোবাসার মানুষকে নিজের করে নিতে পেরেছেন, এই ভাগ্যটা অনেকেরই হয় না। অনেকেই ব্যর্থ মানুষ হিসেবে এই সমাজের বিচরণ করছে, হাসিমুখে সবকিছু মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তাদের মনের কোন এক কোন সেই ব্যথাটা আজও জীবিত রয়েছে, জীবিত রয়েছে সেই হারানোর বেদনা। আপনার জীবনে কি কখনো এরকম হারানো বেদনা পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই মন্তব্যে লিখতে পারেন আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
প্রত্যেক ঠকে যাওয়া প্রেমিক প্রেমিকাই এই একটি কথাই বলে, আগে যদি জানতাম তাহলে তার সাথে ভালোবাসা তো দূরের কথা পরিচিতও হতাম না। আপনি সঠিক বলেছেন ঐ মানুষটি সবথেকে বড় ভাগ্যবান যে তার ভালোবাসার মানুষকে আপন করে পেয়েছে। আমার জীবনে এরকম হারানোর বেদনা নেই কারণ এখনো সেরকম মানুষ পাইনি।