লেভেল ওয়ান হতে আমার অর্জন - By @tdas0

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

শুরুতে সবাইকে আমার প্রণাম ও শুভেচ্ছা জানাই। গত শনিবার ও রবিবার দুই দিন আমি আমার বাংলা ব্লগ স্কুলের কর্তৃক আয়োজিত লেভেল ০১ এর ক্লাস গুলো সম্পূর্ণ করি। ঐ ক্লাস গুলোতে স্টিমিটের বিভিন্ন বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়। আজ আমি সেই বিষয় গুলোর শিখনফল আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সবাই আমার লেখাটি পড়ে আপনাদের মূল্যবান মতামত দিবেন।

 লেভেল ০১.pngPicture Created With Canva.com

কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?

স্পামিং বলতে মূলত অপ্রাসঙ্গিক বিষয়বস্তু নিয়ে লেখা, একই মন্তব্য বারবার বিভিন্ন পোস্টে করা, কিংবা কারো কাছে বারবার একটি বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ চাওয়াকে বুঝায়। কারো পোস্টের কোয়ালিটি না থাকা স্বত্বেও একটা মানুষ বার বার আপনার কাছে আপভোট চাইছে, কিংবা কেউ একজন আপনার প্রায় পোস্টের বিষয়বস্তু না বুঝে, "ভালো লিখেছেন" / "আমি আপভোট ও দিয়েছি এবার আপনি দিন" এমন কার্যকলাপ হল স্পামিং।

বিভিন্ন ভাবে স্পামিং করা যায়। এর মধ্যে উল্লেখ যোগ্য কিছু উদাহরণ তুলে ধরা হল। যেমন একই বিষয়বস্তুর উপর কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে বারবার লেখা প্রকাশ করা হল স্পামিং। এছাড়াও পোস্টের মাঝে কাউকে বারবার মেনশন করে তাদের বিরক্ত করা, এছাড়াও মন্তব্যের মাধ্যমে কিভাবে স্পামিং করা যায় সেটা আগেই লিখেছি। 

ট্যাগ ব্যবহার করেও স্পামিং করা যায়। যেমন ধরুন আমি #abb-school একটা ট্যাগ ব্যবহার করে একটা ভ্রমণের বর্ণনা দিলাম, কিংবা লেভেল ১ এর ট্যাগ ব্যবহার করে রান্নাবান্নার উপর লেখা প্রকাশ করলাম। সেটাই হবে ট্যাগ স্পামিং। তাই সবার উচিৎ ট্যাগ ব্যবহার করার সময় বিষয়বস্তুর সাথে যায় ওইরকম ট্যাগ ব্যবহার করা উচিৎ।

ছবি স্বত্বাধিকার সম্পর্কে আপনি কি ধারণা লাভ করেছেন?

হ্যাঁ। আমি ছবির স্বত্বাধিকার সম্পর্কে ধরনা লাভ করেছি। আমরা যে কোনো ছবি আমাদের গুগল থেকে নিয়ে ব্যবহার করতে পারি না। কারণ এটা অন্য কারো তৈরি করা। হয় এটা ব্যবহার করার অনুমতি নিতে হবে অথবা ছবিটা কিনে নিতে হবে।যা অনেক টাকার ব্যপার। এজন্য সহজ সমাধান হলো, কিছু ফ্রি ছবি ব্যবহার করা। তবে সেক্ষেত্রেও দেখতে হবে সোর্স উল্লেখ করতে হবে কিনা তা দেখে নিতে হবে।

 ফ্রি ছবি পাওয়া যায় এমন কয়েকটি ওয়েবসাইটের নাম নিচে দেওয়া হলঃ

  1. https://pixabay.com

  2. https://www.freeimages.com

  3. https://unsplash.com

  4. https://stocksnap.io

পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

ট্যাগ আমাদের পোস্ট গুলোকে ওই ট্যাগের উপর ভিত্তি করে বিন্যস্ত করে। অর্থাৎ আমার কোনো লেখা যদি আমি #abb-scholol ট্যাগ ব্যবহার করি তাহলে পোস্টটি আমার বাংলা ব্লগ স্কুলের সম্পর্কিত বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হয়ে যাবে। ট্যাগ নির্বাচনের ক্ষেত্রে আমাদের লেখার বিষয়বস্তুর সাথে সম্পর্কিত ট্যাগ গুলোই ব্যবহার করা উত্তম। নয়তো সেটা ট্যাগ স্পামিং এর মধ্যে পড়বে। 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

আমার বাংলা ব্লগে nsfw ট্যাগ ব্যবহার করে যেসব পোস্ট করা হয় সেসব পোস্ট না করাই উত্তম। এছাড়াও পর্নোগ্রাফি, শিশু নির্যাতন, গরু ও শুকরের মাংসের রান্নার পদ্ধতি, প্রাণী হত্যা সম্পর্কিত কোনো লেখা প্রকাশ করা উচিত নয়। এছাড়াও কবুতরের মাংস রান্ন কিংবা হত্যা কে আমার বাংলা ব্লগ সাপোর্ট করে না। কবুতর হল শান্তির প্রতীক। এছাড়াও নেশা জাতীয় দ্রব্য, সিগারেট, মদ ইত্যাদি বিষয়ের উপর লেখাও নিষিদ্ধ।

প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

হ্যাঁ, আমি প্লাগারিজম সম্পর্কে জানি। এটি হল অন্যের লেখাকে নিজের বলে চালিয়ে দেওয়া কিংবা অন্যের লেখার সাথে নিজের কিছু লেখা জুড়ে দিয়ে নিজের লেখা বলে চালিয়ে দেওয়াকে প্লাগারিজম বলে। এটি একটা মারাত্মক অপরাধ। যদি আপনি অন্য ভাষা থেকে রূপান্তর করে কিংবা উদ্বুত হয়ে  লিখতে যান তবে ৭০ ভাগ লেখা আপনার নিজের হতে হবে।

Re-write আর্টিকেল কাকে বলে?

যখন আপনি এমন একটা আর্টিকেল লিখছেন যেটা অন্য ওয়েবসাইটের হেল্প নিয়ে, ভালো সোর্স থেকে সাহায্য নিয়ে আপনার নিজের মত করে সাজিয়ে লিখছেন ওটাকেই রি-রাইট আর্টিকেল বলা হয়। 

ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

অবশ্যই, কোথা থেকে ডাটা নেওয়া হয়েছে সেটার সোর্স উল্লেখ করতে হবে। এছাড়াও অফিসিয়াল, কিংবা গুরুত্বপূর্ণ, ভালো সাইট থেকে তথ্য সংগ্রহ করতে হবে। 

একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

যখন কোনো পোস্ট এর মধ্যে লেখার পরিমাণ ১০০ শব্দের কম হবে তখন তাকে ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়। এছাড়াও শুধু একটা কিংবা কয়েকটা ছবি দিয়ে  কিছু না লিখে পোষ্ট করাও ম্যাক্রো পোস্ট হিসেবে ধরা হয়।

প্রতি ২৪ ঘণ্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে?

একজন ব্লগার তার ইচ্ছে মত পোস্ট একদিনে করতে পারেন, স্টিমিটে। তবে আমার বাংলা ব্লগে দিনে ৩টির বেশি করা যায় না। তবে উল্লেখ্য দিনে কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট ১টি করাই উত্তম।


সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার লেভেল ০১ এর শিখনফল সম্পর্কিত লেখা। আশাকরি আপনারা সবাই উপভোগ করেছেন। আমার ভুল ত্রুটি গুলো কোন কোন জায়গায় আছে সেটা মন্তব্যের মাধ্যমে দেখিয়ে দিলে ভালো হয়। ধন্যবাদ।


আমার পরিচিতি

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

লেভেল ওয়ান এর সম্পর্কে অনেক ভালো কিছু ধারনা আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। আশা করি আজকে রাতের ভাইভাতে ভালো কিছু উপস্থাপন করবেন। ধন্যবাদ এভাবে এগিয়ে যান এই কামনা করি।

 2 years ago 

ধন্যবাদ। আপনাদের সাপোর্ট ও দোয়া থাকলে অবশ্যই ভালো কিছু হবে। এভাবে আমাদের প্রিয় কমিউনিটিতে সবার মেলবন্ধনের মাধ্যমে আমরা সবাই এগিয়ে যাব।

 2 years ago 

জ্বি অবশ্যই দোয়া থাকবে এবং আশা করি ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ।

 2 years ago 

বিষয়গুলো মোটামুটি ভালই বুঝতে পেরেছেন। আশা করি এরপর থেকে ভবিষ্যতে আর কখনো আপনি অতীতের মত প্লাগরিয়াজম করবেন না। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

পূর্বের লেখা গুলো আসলে ক্রসপ্লাটফমে করা। ওটা আমার নিজের পেইজ ছিল। ওখানে প্রথমে পাবলিশ করেছিলাম। ওটা উল্লেখও করেছিলাম। তখন গাইডলাইনটা পড়া হয়নি। তাই সেটা প্লাগরিয়াজম ধরেছিল।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67167.83
ETH 3499.47
USDT 1.00
SBD 2.81