ঠিকই বলেছেন শীত আসলে বাচ্চাদের জন্য শীতের পোশাক কিনতে হয় আবার গরমের সময় তো কিনতেই হয় সারা বছর ধরে ওদের জন্য কেনা লাগে । এই আর এটা কিন্তু ভালই লাগে আমার কাছে বাচ্চাদের জন্য নতুন নতুন কাপড় কেনা । ওদের জন্য কিনতে গিয়ে আবার নিজের জন্য একটি জুতা কিনে নিলেন । আর শপিংয়ে যাব কিছু খাব না এটা কি হয় নাকি এটা ভালো করেছেন ।
আমার কাছে তো বাচ্চাদের কাপড়চোপড় কিনতে খুবই ভালো লাগে। খুঁজে খুঁজে বের করি কোন জিনিস কেনা যায়। যাই হোক ধন্যবাদ আপনাকে।