হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেলে তখন পাশ থেকে দৌড় দিলেও ভয় লাগে যদি কিছু একটা করে বসে । আর দুজনে মিলে একসাথে গিয়েছে একজনকে ফেলে রেখে দৌড় দিলে বিষয়টা আসলেই ভাল হত না । অত সকাল বেলা রাস্তাঘাট সত্যি অনেক নিরিবিলি থাকে তখন ভয় লাগে । আর এটা ঠিক বলেছেন ছিনতাইকারীরা যদি অতটা ভালো হতো তাহলে কি আর ছিনতাই করত । ওরা হাতের কাছে যা পায় তাই নিয়ে দৌড় দেয় ভাগ্যিস ছুরিটা বসিয়ে দেয়নি ।
ঠিক বলেছেন আপু। কিন্তু পাশের জনকে ফেলে দৌড় দিতেও ইচ্ছা করে না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।