ঠিকই বলেছেন হঠাৎ করে দাদার বাবার মারা যাওয়ার কথা শুনে খুবই খারাপ লেগেছে। আমারও বারবার আব্বুর কথাই মনে পড়েছিল। বাবা চলে যাওয়া মানে জীবন থেকে বিরাট একটা কিছু হারিয়ে ফেলা । যাই হোক আপনিও তো হুট করে রংপুর চলে গেলেন আপনার শ্বশুরের অসুস্থতার জন্য । দোয়া করছি আঙ্কেল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন । আর জার্নি পথে আবহাওয়াটা ভালো হলে চলাফেরা করে আরাম আছে ।
জ্বী আপু হঠাৎ করেই রংপুরে যেতে হয়েছিল। যাই হোক ভালোমতো ফেরত আসতে পেরেছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।