ইশ শুভ ভাইয়ের সাথে যদি আমাদেরও রাস্তায় দেখা হতো তাহলে তো আমরাও মজার মজার খাবার লুফে নিতে পারতাম । আর এই ক্রিমি পাস্তা খেতে কিন্তু আমার কাছেও অনেক ভালো লাগে । আমিও বাসায় মাঝে মাঝে তৈরি করি আমি অবশ্য চিকেন ব্যবহার করি সাথে ।আপনার পাস্তাগুলো দেখে আমার কিন্তু খেতে ইচ্ছা করছে । যাক শুভ ভাই জোর করে খাওয়ানোর কারণে আপনি পাস্তা খাওয়া শিখে গিয়েছেন ।
হ্যাঁ এরকম হঠাৎ ট্রিট পাওয়া সত্যিই অনেক মজার ব্যাপার যা সবাই পায় না।😁শুভ ভাই যদি ঐদিন পাস্তা না খাওয়াতো তাহলে হয়তো এর স্বাদ আমি কখনো নিতে পারতাম না। আর এজন্য আবারও শুভ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।সেই সাথে আপনাকেও অনেক ধন্যবাদ জানাই আপু সুন্দর মন্তব্য করার জন্য।