আপনি অনেকবার ঢাকায় এসেও মেট্রোরেলে অনেকদিন পরে চড়লেন । কিন্তু আমরা ঢাকায় বসবাস করার পরেও এইতো চার পাঁচ দিন আগে মেট্রোরেলে চড়েছি । শুধু শুধু চড়েছি কোন কারণ ছাড়াই সবাই মিলে চড়তে ভালো লেগেছিল । আমরাও সচিবালার স্টেশন থেকে একেবারে উত্তরার শেষ পর্যন্ত গিয়েছিলাম । ঠিকই বলেছেন গাড়িতে করে যেতে জ্যামে পড়ে থাকতে হতো । আর কয়েক মিনিটের ভিতর এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যায় খুবই ভালো লাগে মেট্রোরেল ভ্রমণ করতে ।
বাড়ির কাছের মানুষ ট্রেন মিস করে বেশি আপু। হিহিহিহি। তবে সত্যিই বেশ মজার একটা অনুভূতি প্রথমবার মেট্রোতে চড়ে যাওয়ার। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।