এ ধরনের জন্মদিনের পার্টিতে গেলে বাচ্চারা খুব মজা করে তখন বাসায় এসে নিজেদের জন্মদিন করার বায়না করে । আপনি না করলে তখন বাচ্চারা মন খারাপ করে তারপরও শ্বশুর শাশুড়ির সাথে গিয়ে ভালোই করেছেন বাচ্চারা একটু আনন্দ করেছে । ভালই আয়োজন ছিল খাবার-দাবারের । ভালো সময় কাটিয়েছেন বোঝা গেল ।
আমিতো বাচ্চাদের জন্মদিন কখনো পালন করি না। এজন্য জন্মদিনের পার্টিতে খুব একটা যাই না। ধন্যবাদ মন্তব্যের জন্য।