You are viewing a single comment's thread from:

RE: স্বাগতার বিয়ের ফোটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year (edited)

প্রথম থেকে শেষ পর্যন্ত দাদা খুব সুন্দর ভাবে সবকিছু তুলে ধরেছেন । একেবারে শুরু থেকে শেষ অব্দি ভালো করে দেখলাম কোন কিছুই বাদ যায়নি প্রতিটা পর্বই আপনি আমাদেরকে দেখিয়েছেন ।সাত পাক ঘোরা এই সময়টা আমার কাছে খুব ভালো লাগে । শেষে যে দুধ দিয়ে আগুন নেভায় এটা জানা ছিল না ।আর শূন্যে উঠে মালা বদল করছে সেটাও ভালো লাগছে । উনাদেরকে অত উপরে কে ওঠালো ? সবাইকে খুব খুশি খুশি লাগছে বিশেষ করে বউকে অনেক খুশি মনে হচ্ছে । আর আপনাদের সেলফিটা কিন্তু দাদা অসাধারণ হয়েছে ভাগ্যিস বৌদি জোরাজুরি করেছিল তা না হলে এত সুন্দর একটি সেলফি দেখতে পারতাম না । বৌদিকে অসাধারণ সুন্দর লাগছে আপনাকেও কম সুন্দর লাগছে না । সবকিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে ছবিগুলো । সবকিছুর ভিতরে টিনটিন বাবুকে তো কোথাও দেখতে পাচ্ছি না দাদা ।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101735.14
ETH 3679.67
SBD 2.59