আপু এরকম তেলাপোকার উপদ্রোব থাকলে তখন আর ভয় পাওয়ার কোন সুযোগই থাকে না। মেয়েদের ভয় পেলে কি চলবে পরিষ্কার করবে কে । সারাদিন মারলেও এসব তেলাপোকা মেরে শেষ করা যায় না। আমার বাসায়ও আপনার মত একই অবস্থা। আমিও সারাদিন মারাতে থাকি কিন্তু কোন কাজই হচ্ছে না। আর বাজারের ওষুধেও কোন কাজ হচ্ছে না কি যে করি বুঝতে পারছি না।