লুডু খেলা আমার কাছেও অনেক ভালো লাগে আপু। তবে খেলা হয় না খুব একটা। আপনি লুডু ক্লাবে লুডু খেলেন তাহলে তো আপনার অনেক খেলার সুযোগ হয়। সত্যি লুডু খেলায় জিততে ভালোই লাগে আর হেরে গেলে সত্যি অনেক খারাপ লাগে। আপনি যে অনেক অভিমানী সেটা জানতে পারলাম আজকে। সিয়াম ভাইও আপনাকে কাপড় ধোয়ার কাজে হেল্প করে সেটা শুনে সত্যিই ভালো লাগলো। আসলে ছেলেরা এভাবে মায়েদের পাশে থাকলে মায়েদের কষ্টটা অনেকটাই কমে যায়।
একদম ঠিক বলেছেন আপু।বাসার সবাই যদি সবার কাজে সহযোগিতা করে, তাহলে কাজটা আরো সহজ হয়ে যায়।তাইতো ছেলে হোক আর মেয়ে হোক সবাই সবার কাছে সহযোগিতা করা উচিত।♥♥