ঠিকই বলেছেন শীতের ভিতরে কোন কিছু ভালো লাগে না তবে মজার মজার খাবার খেতে ভালো লাগে, কিন্তু বানাতে ইচ্ছা করে না। আপনি তো দেখছি মজার আলু পরোটা তৈরি করেছেন আমার তো দেখেই লোভ লাগছে। এ ধরনের আলু পরোটা গুলো আমার কাছে খুব ভালো লাগে খেতে। আপনি খুব সুন্দর করে বানিয়েছেন। বেসন দিয়ে কখনো পরোটা তৈরি করা হয়নি রেসিপিটি শিখে নিয়েছি আপনার কাছ থেকে আমিও বানিয়ে একদিন খাব।
হ্যাঁ আপু কিছুই ইচ্ছে করে না শীতে। হ্যাঁ আপু মজার রেসিপির কথ ভাবলে মনে হয় তৈরী করি। হ্যাঁ আপু এভাবে একদিন বানাবেন।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।