নভেম্বর মাসের শুরুতে একটা ঠাণ্ডা হিমেল হাওয়া বইতে থাকে ভালোই লাগে। শীতের সকালে হাঁটার জন্য পার্টনার পাওয়া কষ্টকর। শীতের সকালে কাউকে ডাক দিলে সে ধরে মারও দিতে পারে। একদম ঠিক বলেছেন সূর্য ওঠার আগে আকাশটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। আপনার ছবিগুলো কিন্তু চমৎকার তুলেছেন। পুকুরের এপার থেকে আকাশ ও পুকুরের ছবিটা আসলেই মনমুগ্ধকর লাগছে। এ সময়কার ধানক্ষেতের দিকে তাকিয়েই থাকতে ইচ্ছা করে। ধানগুলো পেকে একাকার হয়ে গিয়েছে ভালই লাগছে।