You are viewing a single comment's thread from:
RE: সুস্থতাই হচ্ছে সব চেয়ে বড় নিয়ামত।
একদম খাঁটি কথা বলেছেন সুস্থতা মানুষের সবচেয়ে বড় নিয়মত।মানুষ যখন অসুস্থ হয় তখনই বোঝে। আর এখন আবহাওয়ার যে অবস্থা চারিদিকে সবার শুধু জ্বর হচ্ছে আর জ্বরটা মানুষকে একেবারে সত্যিই কাবু করে দিয়ে যায়। আপনার আগে থেকে কিছু হলেও প্রিপারেশন নিয়ে থাকার দরকার ছিল। তারপরও যাক শেষ পর্যন্ত পরীক্ষাটা ভালো দিয়েছেন। আবার আরেকটি বিষয় জ্বর নিয়ে আপনার বাস স্ট্যান্ড পর্যন্ত একা যাওয়াটাও কিন্তু ভাইয়া ঠিক হয়নি, আপনার ছোট ভাইকে সাথে নেওয়া উচিত ছিলো। আল্লাহর অশেষ নেয়ামত যে আপনি ভালই ভালই পরীক্ষাটা দিতে পেরেছেন।দ্রুত আপনার সুস্থতা কামনা করছি।
হুম আপু। অসুস্থ হলেই এই জিনিশটা উপলব্ধি করা যায়।