যাক বাড়িতে আসতে পেরেছেন এটা শুনে খুবই ভালো লাগলো। শরীর অসুস্থ হলে হসপিটাল এ থাকার থেকে বাড়িতে নিজের আপনজনের সাথে থাকলে নিজেকে কিছুটা সুস্থ মনে হয প্লাটিলেট এক লক্ষ দশ হাজার আছে সেটা শুনে ভালো লাগলো এটা স্বাভাবিক ঠিকমতো খাওয়া-দাওয়া করলে এটাও ঠিক হয়ে যাবে।এখন আপনার প্রচুর পরিমাণে রেস্ট দরকার তরল খাবার কিন্তু চালিয়ে যেতে হবে। তারপরও তো আপনি অসুস্থ হয়েও একটু একটু করে লিখছেন যেটা দেখে ভালো লাগছে। দোয়া করছি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠেন ।আপনার বাবা এখন কেমন আছেন?
আমি তো সবসময় একদম বেড রেস্টে আছি আপু। আরো যে কতদিন এই দূর্ভোগ পোহাতে হবে কে জানে! বাবাকে ডাক্তার দেখিয়েছি,, আগের থেকে বেশ ভালো আছেন এখন আপু। দোয়া রাখবেন 🙏