You are viewing a single comment's thread from:
RE: ডাই প্রজেক্ট:) প্লাস্টিকের বোতলে শুধুমাত্র পানি দিয়ে কলমি শাক লাগানো। || Planting grafted vegetables in plastic bottles with only water.
কলমি শাক আমি কখনো খাইনি জানিনা কেমন লাগে খেতে রাস্তার পাশে অনেক পাওয়া যায় কিন্তু কখনো কিনতে ইচ্ছা করে না তবে আপনি কলমি শাকের খুব সুন্দর করে পানির ভিতরে গাছ তৈরি করেছেন দেখতে খুব ভালো লাগছে। এটা ঠিক যে কলমি শাক মাটির থেকে পানিতে বেশি দেখা যায় ।আপনার লাভ বার্ড দুটো কলমি শাক খায় শুনে তো ভালই লাগলো। বোতলটি ফুটা করে ভালোতে হ্যাঙ্গারের সাথে ঝুলিয়ে আবার গ্রিলের সাথে লাগিয়ে দিলেন এরকম করে এর ভিতরে মানিপ্লান্ট গাছ রাখলেও ভালো লাগবে, তবে পানি জমে থাকলে মশা হওয়ার কিন্তু একটা ভয় থাকে।
কলমি শাকে রয়েছে ভিটামিন সি এবং শরীরে এন্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তাছাড়া সরাসরি বিভিন্ন রোগের জন্য উপকারী। হ্যা রাস্তার পাশে পাওয়া এই শাকটি বেশ মূল্যবান আমার কাছে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।