You are viewing a single comment's thread from:
RE: রংপুর, তাজহাট জমিদার বাড়িতে কাটানো কিছু মুহূর্ত।
এই জমিদার বাড়িতে আমি অনেক আগে একবার গিয়েছিলাম ।আর আপনি জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা মান্না লাল রায় সেটিও উল্লেখ করেছেন অনেক কিছু জেনেছেন জমিদার বাড়ি সম্পর্কে। রংপুরে আপনার চাচার বাড়ি দেখে আপনি হুট করে চলে যেতে পেরেছেন। এখনকার আবহাওয়ার যে অবস্থা হুটহাট বৃষ্টি নেমে আসে এই সময় ঘুরতে যাওয়াটা আসলেই একটু টেনশনের ব্যাপার। ঠিকই বলেছেন এই জমিদার বাড়ির মূল আকর্ষণটা সিঁড়ি ।সিঁড়িটা অনেক বড় সিঁড়ির উপর বসে আমিও বেশ কিছু ছবি তুলেছিলাম আজকে আবার অনেকদিন পরে দেখতে পেলাম ভালো লাগলো। আপনি সাথে বেশ কিছু ফুলের ছবি ও দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করছেন খুবই ভালো হয়েছে।
জ্বি আপু আবহাওয়া টা অনেক খারাপ ছিল মনে হয় কখন না বৃষ্টি চলে আসে, তারপরও বেশ ভালো সময় কাটিয়েছি। ধন্যবাদ আপু।