RE: ছুটির দিনে মাছ বাজারে || আমার ফটোগ্রাফি
ভাবি দেখি একেবারে আমার মত ভাইয়া। আমার হাজব্যান্ড বাজার থেকে যেই মাছ আনুক না কেন আমি কিছু না কিছু বলবই। এজন্য সে মাছ বাজারে গেলে মাছ কেনার সময় ভয়ে ভয়ে মাছ কিনে আর আমার পছন্দের মাছ কেনে তানাহলে ফোনের পর ফোন দিতে থাকে এই মাছটা কোনব কিনা। আপনি টেংরা, কাইক্কা ,বাইম তিনটি মাছের কথা বলেছেন তিনটি মাছই আমার যে কি পছন্দ তা আপনাকে বলে বোঝাতে পারব না। আপনার সাথে মিলে গেছে ভাইয়া।আর আপনি কত সুন্দর সুন্দর মাছের কতগুলো ছবি দিয়েছেন মনে হচ্ছে সবগুলো মাছ নিয়ে এসে রান্না করে খাই। বিশেষকরে ছোট মাছগুলো ,চিংড়ি, ইলিশ, শিং মাছ আর রূপচাঁদা মাছের কথা কি আর বলব মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে বাসায় এনে সুন্দর করে ফ্রাই করে খেয়ে ফেলি। অনেক ভালো লাগলো মাছের ছবি গুলো দেখে ।আর আপনি মাছ বাজারের যে বর্ণনা দিলেন তার কথা আর কি বলব আমি প্রায়ই যাই মাছ বাজারে নাকে ওড়না দিয়ে নাক আটকে এ দিক সে দিক দেখতে থাকি। আর সবজি আসলে সবজি দেখলে আমিও অনেক অস্থির হয়ে যায় কোনটা রেখে কোনটা নেব আমাদের তো বাসা থেকে নিচে নামলে শুধু সবজি আর সবজি এদিক ওদিক যাওয়া লাগে না। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
হুম, একদমই মিলে গেছে, মাঝে মাঝে পছন্দের মাছ না পেলে বাজার হতেই বউকে ফোন করি কোনগুলো কিনবো, বুঝেন এইবার আমার কি অবস্থা, হা হা হা। আমার ভালো লাগে না মাছ বাজারে যেতে আপু, সত্যি বলছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।