হঠাৎ করে সুপার শপে গিয়ে কেনাকাটা ও বৃষ্টিতে ভেজা
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকদিন আগে হঠাৎ করে সুপারশপে গিয়ে এলোমেলো কেনাকাটা করার অনুভূতি ।অনেকদিন হয়ে গেল সুপার শপ এ গিয়ে তেমন কোন কিছু কেনা হয় না । আগে আমাদের বাসার কাছে আগোরা শপ ছিল সেখান থেকে আমরা সব ধরনের কেনাকাটা করতাম । মাসিক যে কেনাকাটা সেটা থেকে শুরু করে মাছ মাংস সবই এখান থেকে কিনতাম । কিন্তু আমার এখান থেকে অন্যান্য জিনিস যাই কিনি না কেন কিন্তু মাছ মাংস কিনতে তেমন একটা ভালো লাগতো না । কারণ এখানকার মাছ-মাংস সবই ফ্রোজেন বিক্রি করতো এজন্য যতই ওরা ফ্রেশ বলুক না কেন নিজের কাছে কেমন যেন ভালো লাগতো না । তাই জন্য আমি সবসময় চেষ্টা করতাম মাছ এবং মাংস দেখে শুনে তাজা জিনিস কেনার জন্য ।
কিছুদিন পরে হঠাৎ করে দেখি আগোরা এখান থেকে উঠে গিয়ে বাসা থেকে বেশ খানিকটা দূরে চলে গিয়েছে । তারপর থেকে আর আমি আগোরা শপিং করতে যাইনি । স্কুলে আসা যাওয়ার পথে দেখি নতুন একটা সুপার শপ আছে তবে সেখানে কখনো যাওয়া হয়নি । একদিন হঠাৎ করে বিকেলবেলা হাঁটতে বের হয়েছি আমরা তিনজন মিলে । তখন হাজব্যান্ড বলে যে চলো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাই দেখি সে ওই শপে গিয়ে ঢুকেছে । ওখানে গিয়ে ছেলে তো মহা খুশি ও সাথে সাথে একটা ট্রলি নিয়ে নিয়েছে এবং ওর ইচ্ছা মতো যা কিছু পাচ্ছে সবকিছু ট্রলিতে নিয়ে মনের মত জিনিস ভরছে । আমারও ভালো লাগছে আমিও কিছু কিছু জিনিস দেখেশুনে কিনে নিলাম । আসলে এসব জায়গা থেকে ট্রলি ভরে শপিং করতে আমার কাছে সবসময়ই ভালো লাগে । মাছ-মাংসের জায়গায় গিয়েছিলাম তবে সেখান থেকে তেমন কিছু কিনিনি । আমি নরমালি শুকনা জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম ।
আমরা যখন শপে ঢুকি তখন ওয়েদারটা মোটামুটি ছিল কিন্তু আমরা ঢোকার পরপরই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং আমরা বের হব যখন তখন দেখলাম যে ভালো বৃষ্টি নামছে । তখন আমরা বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে লাগলাম এবং বেশ কিছুটা থামলে আমরা রাস্তায় বের হয়ে পড়লাম ।হাঁটতে হাঁটতে হালকা বৃষ্টিতে ভিজতে লাগলাম ভালই লাগছিল । তখন গরমের সময় ছিল যার কারণে বৃষ্টিতে ভিজতে ভালো লাগছিল । বৃষ্টিতে তেমন একটা ভেজা হয়ে ওঠে না যে এজন্য তখন ইচ্ছা করেই ভিজেছিলাম এবং মাঝপথে গিয়ে একটা শপিংমলের সামনে থামলাম । সেখানে দেখলাম ঝালমুড়ি বিক্রি করছে সেখান থেকে আবার বৃষ্টির ভিতর দাঁড়িয়ে ঝালমুড়িও খেয়ে নিলাম এবং দাঁড়িয়ে বৃষ্টির ছবিও তুলে নিলাম ।
তারপর আবার বৃষ্টির ভিতর হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম । জিনিসপত্র যা কিনেছিলাম মোটামুটি সবগুলোই ভিজে গিয়েছিল । যদিও বাসা কাছে ছিল তারপরও ভিজেই গিয়েছিল । আমরা শুকনা এবং প্যাকেটের জিনিস কিনেছিলাম বিধায় আমাদের জিনিসগুলো ভালো ছিল । আবার কিছুদূর আসার পরে গরম গরম পুরি কিনে নিলাম । এই গরম বৃষ্টির ভিতর বাসায় বসে পুরি চা খেতে ভালো লাগবে এবং সবকিছু কিনে আবার হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম । মোটামুটি সময়টা ভালোই কেটেছিল অনেকদিন পরে বৃষ্টিতে ভিজে ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
মাঝেমধ্যে এভাবে বাহিরে যেতে যেমন ভালো লাগে, ঠিক তেমনি ভাবে কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে। ভাগ্য ভালো শুকনো প্যাকেট ছিল। না হলে তো বৃষ্টির মধ্যে ভিজে যেত। আসার সময় বৃষ্টিতে ভিজে ভিজে এসেছেন এটা দেখে আরো বেশি ভালো লেগেছে।
হঠাৎ করে এভাবে বাহিরে গিয়ে কেনাকাটা করতে অনেক ভালো লাগে আমার কাছে। আপনি তো দেখছি সুপার শপে গিয়ে কেনাকাটা করেছিলেন। বাইরে দেখছি অনেক বেশি বৃষ্টি ছিল। যার কারনে ভিজতে হয়েছিল। তবে অনেকদিন পরে বৃষ্টিতে ভিজলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে।