মজাদার কিছু বিস্কিটের ফটোগ্রাফি
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে মজাদার কিছু বিস্কিটের ছবি শেয়ার করব । ইদানিং ছবি খুব একটা তোলা হয়ে ওঠেনা ।আর ছেলেকেও স্কুলের শিফট চেঞ্জ করার কারণে আমার সবকিছুই এলোমেলো হয়ে গিয়েছে ।কোনভাবেই কোন কাজে মন বসাতে পারি না মানে সময় করে উঠতে পারছি না । আগে তো ডে শিফট এ ছিল যার কারণে সবকিছু ঠিকঠাক মতো করতে পারতাম ইদানিং ছেলেকে মর্নিং এ স্কুল দেয়ার কারণে খুব সকালে ঘুম থেকে উঠতে হয় । স্কুলে নিয়ে গিয়ে বসে থাকতে হয় আর আমি কোনোভাবেই ঘুম কম হলে সুস্থ থাকতে পারি না । সারাদিনই খুব ঝামেলার মধ্যে দিয়ে কাটে । এদিকে ঘুম ঠিক না হলে প্রেসারও বেড়ে যায় শরীর ঠিক থাকে না । যে কারণে কোন কিছুই করা হয়ে উঠছে না । কয়দিন আগে বাইরে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য । আমাদের নিচে একটা ভালো মিষ্টির দোকান হয়েছে সেখানে আবার দেখলাম যে বিভিন্ন ধরনের বিস্কিট ওরা বিক্রি করছে । সবাই আইটেম থেকে কিছু কিছু বিস্কিট কিনে নিয়ে আসলাম । বিস্কিট খেতে সত্যি অনেক মজা ছিল । আমার কাছে মনে হয়েছে এই দোকানের বিস্কিট গুলো ভালো হবে কারণ ওরা যে মিষ্টি বিক্রি করে সেই মিষ্টিটাও ভালো লাগে যার কারণে বিস্কিট গুলো কিনে নিয়ে আসলাম এবং বাসায় এনে খুব মজা করে খেয়েছি ।
প্রথমে নোনতা জাতীয় কিছু বিস্কিটের ছবি দিয়ে শুরু করলাম । এটা খেতে খুব ভালো লাগে । আমাদের ফরিদপুরে থাকতে আমরা বিস্কিট গুলো খুব খেয়েছি ।এই বিস্কিট গুলো নরমালি ডায়াবেটিস রোগীদের জন্য পারফেক্ট । তেমন একটা মিষ্টি থাকে না ক্ষেতে নোনতা নোনতা লাগে সত্যি অনেক মজাদার । এখানে দু ধরনের নোনতা বিস্কুটের ছবি আমি শেয়ার করেছি ।তারপর নিচে দেখতে পাচ্ছেন মিষ্টি জাতীয় দু'ধরনের বিস্কিট । একটা বিস্কিটের উপর দিয়ে ওরা বাদাম দিয়েছে আর একটা বিস্কিটের উপর দিয়ে তিল ছিটিয়ে দিয়েছে। এই বিস্কিট গুলো খেতে কিন্তু খুব মজা । বেকারির এ বিস্কিট গুলো গরম গরম বাসায় এনে খেতে আমার কাছে ভালো লাগে। আর উপরে বাদাম থাকলে সেটা খেতে ভালোই লাগে ।
এখানে উপরে দুই ধরনের বিস্কিটের ছবি দেখতে পাচ্ছেন । একটা বিস্কিট গোল । এই বিস্কিট টা দেখতে কিছুটা নোনতা বিস্কিট এর মত কিন্তু খেতে খুব মিষ্টি ।মিষ্টি বলতে হালকা মিষ্টি দিয়ে তৈরি করেছে খেতে মজা লাগে । এখানে সাইজে ছোট লাগছে কিন্তু এ বিস্কিট গুলো মোটামুটি ভালোই বড় সাইজের । নিচে বিস্কিট গুলো চার কোনা সেপের। এই বিস্কিট গুলো আগে ফরিদপুর থাকতে খুব খেয়েছি এবং আজকে আবার এই দোকানে গিয়ে দেখতে পারলাম। বিস্কিট গুলোর উপর দিয়ে চিনির একটা প্রলেপ দেওয়া খেতে অন্যরকম মজা লাগে । আর নিচে আরও মিষ্টি জাতীয় কিছু বিস্কিটের ছবি শেয়ার করেছি । এই বিস্কিট গুলো কিন্তু খেতে অন্যরকম টেস্ট । প্রত্যেকটা বিস্কিটের টেস্ট ভিন্ন ধরনের হওয়ার কারণে আরো বেশি ভালো লাগে খেতে । এর ভিতরে একটা বিস্কিটের ভেতরে চকলেট দেওয়া। নিচের যে বিস্কিট টা দেখতে পাচ্ছেন সেটার ভেতরেই চকলেট দেওয়া খেতে সত্যিই অন্যরকম মজা ছিল ।
এখানে উপরে দুই রকমের টোস্ট বিস্কিটের ছবি শেয়ার করেছি । একটি-টোস্ট এর সাথে চিনি লাগানো এ বিস্কিট খেতে আমার কাছে খুব ভালো লাগে । আর আরো একটা যে বিস্কিট দেখতে পাচ্ছেন এটা চা এর ভেতরে ডুবিয়ে খেতে ভালো লাগে । চিকন বিস্কিট এর থেকে আমার কাছে মোটা টোস্ট গুলোই বেশি ভালো লাগে । আর নিচে ভিন্ন ধরনের বিস্কিটের ছবি শেয়ার করেছি । এই বিস্কিট গুলো কেমন যেন পেঁচিয়ে পেঁচিয়ে ওরা তৈরি করে এটাও মিষ্টি । কিছুটা মিষ্টি ও কিছুটা নোনতা এই বিস্কিট গুলো কিন্তু খুব মজা । আমি অনেকগুলো কিনে নিয়ে এসেছিলাম এটাই সবাই বেশি মজা করে খেয়েছিলাম ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভিন্ন ভিন্ন ধরনের বিস্কুট আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমি এমনিতেই বিস্কুট পছন্দ করি। সেগুলো যদি হয় একটু মিষ্টি আর বিভিন্ন আকৃতির। তাহলে আমার কাছে অনেক ভালো লাগে সেই সমস্ত বিস্কুটগুলো। ঠিক তেমনি আপনার ভিন্ন ধরনের বিস্কুটের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লেগেছে।
আপনি আজকে চমৎকার মজাদার কিছু বিস্কিটের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে লোভ সামলাতে পারছি না আপু। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে টোস বিস্কুটের ফটোগ্ৰাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে।বাকি বিস্কুট গুলো খেতে অনেক মিষ্টি এবং সুস্বাদু। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর সুন্দর বিস্কিটের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
বেশ মজার মজার কিছু বিস্কুটের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। বিকেলের নাস্তায় চা এবং বিস্কুট খেতে মাঝেমধ্যে ভালোই লাগে। একেবারে শেষের পেঁচানো বিস্কুটটা হচ্ছে কিছুটা পেটিসের মতো। এই বিস্কুট আমাদের এখানকার রোজা বেকারি থেকে প্রায়ই কেনা হয় আমার। এটা দুই ধরনের হয় ঝাল এবং মিষ্টি। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বেশ কয়েক রকমের বিস্কুটের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এত রকমের বিস্কুটের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লেগেছে। তাছাড়া বিশেষ কিছু বিস্কুটের ফটোগ্রাফি দেখে তো লোভ লেগে গিয়েছে যেগুলো দেখতে অনেক লোভনীয় লাগছে।