কালারপেন দিয়ে সুন্দর আর্ট

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20240809_211839.jpg




আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে বিভিন্ন কালার পেন দিয়ে খুব সুন্দর একটি আর্ট করেছি । আর্টটি করার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে । যদিও অতটা নিখুঁতভাবে করতে পারিনি তারপরও চেষ্টা করেছি আর্টটি কে ফুটিয়ে তোলার জন্য । এভাবে বিভিন্নভাবে কালার সাইনপেন দিয়ে আর্ট গুলো করলে আর্ট সবসময় ফুটে উঠে । আর সব ধরনের আর্ট করতে আমার কাছে ভালো লাগে । এজন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করি । সবচেয়ে বেশি ভালো লাগে জল রং দিয়ে প্রকৃতির সুন্দর সুন্দর ছবি আঁকতে । তবে সে ধরনের আর্ট গুলো করতে অনেক বেশি আয়োজন করে বসতে হয় তাই খুব একটা করা হয় না । এ ধরনের আর্টগুলো ঝটপট করে ফেলা যায় তাই মাঝে মাঝে এই ঝটপট আর্টও আপনাদের সাথে শেয়ার করি । আশা করছি আপনাদের কাছে ভালই লাগে ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

সাদা কাগজ
সাইনপেন
কম্পাস
পেন্সিল

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240809_210459.jpg


প্রথমে কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি।

20240809_210448.jpg


তারপর বৃত্তের ভিতরে পাঁচটা পাতা এঁকে নিয়েছি । এভাবে বৃত্তটা এঁকে নিলে পাতাগুলো সমান হয় তা না হলে ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ।

20240809_210437.jpg


তারপর পাতাগুলোর একেকটা আমি এক এক কালারের সাইন পেন দিয়ে এঁকে নিয়েছি ।

20240809_210427.jpg


এরপর প্রত্যেকটা পাতার মাঝখানে ছোট ছোট করে কিছু দাগ দিয়ে নিয়েছি ।

20240809_210412.jpg


এরপর উল্টা পাশ থেকে একই রকম ভাবে দাগ দিয়ে নিয়েছি । এগুলো ঠিক পাতা না তবে কিছুটা পাতার সাথে মিল রেখেই দাগগুলো দেওয়া হয়েছে । আর যে যে কালারের পাশে দিয়েছি ঠিক সেই কালার দিয়েই দাগগুলো দিয়েছি ।

20240809_210359.jpg


এরপর বড় পাঁপড়ির ভিতরে ডিজাইনগুলো করতে শুরু করেছি এবং একই রকম ভাবে সবগুলো পাঁপড়ির ভিতরে ডিজাইন করে দিয়েছি এবং ডিজাইন করার পরে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো সাইনপেন দিয়ে দাগিয়ে ভরে দিয়েছি এবং প্রত্যেকটা কালার মিল রেখে ডিজাইনগুলো করেছি ।

20240809_210349.jpg

20240809_210338.jpg


এরপর ডিজাইন করার পরে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলোর ভিতরে সাইন পেন দিয়ে দাগিয়ে একটু ভরে দিয়েছি । আমি বাইরের পাতাগুলোর ভিতর দাগিয়ে দিয়ে ভরে দিয়েছি এবং সবগুলো ফাঁকা জায়গাগুলো সাইন পেন দিয়ে দাগিয়ে ভরে দিয়েছি ।

20240809_210312.jpg

20240809_211520.jpg


এরপর আঁকা সম্পূর্ণ হয়ে গিয়েছে কয়েকটা ছবি ছবি তুলে নিয়ে আবার নাম লিখে নিয়েছি । তারপর নাম লেখার পরেও আবার ছবি তুলে নিয়েছি ।

20240809_211600.jpg

20240809_211543.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 days ago 

আপনি আমাদের মাঝি আজ কালার পেন দিয়ে অপূর্ব সুন্দর একটি আর্ট তৈরি করেছেন।এই আর্টফর্মটির সুন্দর ইল্যুশন আছে। যা দেখতে খুবই ভালো লাগছে। বেশ কয়েকটা রং ব্যবহার করার ফলে আর্টটি অনেক রঙিন লাগছে দেখতে৷

 2 days ago 

1000002563.jpg

1000002564.jpg

 2 days ago 

কালার পেন দিয়ে অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপু। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। তবে এই আর্ট গুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে।

 2 days ago 

আজ আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটা ইলিউশন টাইপের আর্ট নিয়ে হাজির হয়েছেন। ছবিটি আঁকার পদ্ধতি দেখে মনে হচ্ছে যে এটি আঁকতে তেমন একটা বেশি সহজ নয়। আপনি খুব ধৈর্য ধরে একটা দারুণ আর্ট আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

কালার প্যান দিয়ে খুব সুন্দর আর্ট করেছেন। অনেক ভালো লাগলো আপনার এই সুন্দর একটি আর্টস দেখতে পেরে। এগুলো আমাদের দক্ষতার বিষয়। যার যেমন দক্ষতা রয়েছে সে তেমন সুন্দর কিছু করে দেখাতে সক্ষম।

 2 days ago 

একটি ভিন্ন ধরনের আর্ট করে আমাদের দেখিয়েছেন আপনি। আপনার অংক করা এত সুন্দর আর্ট দেখে আমি মুগ্ধ হলাম। যেন একটি ভিন্ন আঙ্গিকে আর্ট করেছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

কালারপেন দিয়ে সুন্দর আর্ট অসাধারণ হয়েছে দেখে খুবি ভালো লেগেছে আমার। ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 yesterday 

শুনে অনেক ভালো লাগলো জল রং দিয়ে প্রকৃতির সুন্দর সুন্দর দৃশ্য আঁকতে আপনার অনেক ভালো লাগে ।আজকের আর্টটি
আসলেই অনেক চমৎকার হয়েছে ।ধাপগুলো অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 97872.55
ETH 3147.83
USDT 1.00
SBD 2.99