কালো কলমের সুন্দর একটি ডিজাইন
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে কালো কলমের খুব সুন্দর একটি আর্ট শেয়ার করবো । আর্টটি দেখতে খুব বেশি আকর্ষণীয় লাগছে এবং করার পরে নিজের কাছেও দেখতে খুবই ভালো লেগেছে । অন্যান্য আর্টের তুলনায় এআর্টটি অনেক বেশি হিজিবিজি তবে আঁকতে কিন্তু খুব মজা লেগেছে । এ ধরনের আর্ট গুলো করতে সব সময় আমার খুব ভালো লাগে এই জন্য আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর আর্ট গুলো বেছে বেছে করার জন্য । অনেকটা সময় লাগে তারপরও কিন্তু করতে আমার কাছে ভালো লাগে ততটা বোরিং লাগে না এজন্য আমি এই ধরনের আর্ট করার সময় অনেক বেশি ইনজয় করি । যেকোনো ধরনের আর্ট করতে আপনি যদি স্বাচ্ছন্দ্যবোধ না করেন তাহলে সেটা কিন্তু কিছুতেই ফুটিয়ে তোলা সম্ভব হয় না । আর রং তুলি দিয়ে আর্ট করতে আমার কাছে আরো বেশি ভালো লাগে । তবে রং তুলির আর্ট গুলো খুব একটা করা হয়ে ওঠে না এ ধরনের আর্টগুলোই বেশি করা হয়ে ওঠে ইদানিং । আমার চমৎকার আর্টটি এখন আপনাদের সাথে শেয়ার করব ।
প্রয়োজনীয় উপকরণ
কালো কলম
কম্পাস
পেন্সিল
কার্যপ্রণালী
প্রথমে মাঝখানে একটি বৃত্ত এঁকে নিয়েছি । তারপর সেই বৃত্তের সাইড থেকে আরো কয়েকটা বৃত্ত এঁকে নিয়েছি । ছবিতে দেখতেই পাচ্ছেন তারপরে মাঝের বৃত্তের মাঝ থেকে আরও একটি বৃত্ত এঁকে নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মাপ দিয়ে বেশ কয়েকটা বৃত্ত এঁকে নিয়েছি । এই বৃত্তগুলো করতে আমার অনেক বেশি সময় লেগেছিল প্রথমে একটা কাগজ নস্ট করেছি । বৃত্ত দেখলাম মিলে নাই নষ্ট হয়ে গিয়েছে তারপর আরো একটি কাগজ করেছি সেটাও নষ্ট হয়ে গিয়েছে । কারণ মাপটা যদি ঠিকমত না থাকে তাহলে বৃত্তগুলো মিলবেনা এবং ফুলও হবে না । পরে অনেক কষ্টে মিল রেখে করতে পেরেছি ।
এরপর মাঝখানে কালো কলম দিয়ে ফুলগুলো এঁকে নিয়েছি । এখান থেকে ডিজাইন করতে শুরু করেছি তারপরে আরো কয়েকটা পাঁপড়ি দেখুন এঁকে নিয়েছি । পেন্সিল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এমনভাবে আঁকা হয়েছে যে এক একটা পাঁপড়ি তৈরি হয়েছে । এখন শুধু পেন্সিলের দাগের উপর দিয়ে আমি কলম দিয়ে এঁকে নিচ্ছি ।
তারপর সবগুলো পেন্সিলের দাগের উপর দিয়ে আঁকা হয়ে গেলে প্রথম যে পাঁপড়ি গুলো কালো করেছি তারপরের পাপড়িগুলোর ভিতরে দাগিয়ে দাগিয়ে ডিজাইন করে নিয়েছি এবং বাইরে দিয়ে মোটা করে দাগ দিয়ে দিয়েছি ।
তারপর অন্য পাঁপড়ির বাইরের গুলো দাগিয়ে দাগিয়ে মোটা করে দিয়েছি । এবং ভিতরগুলো দেখতেই পাচ্ছেন দাগিয়ে দাগিয়ে ডিজাইন করতে শুরু করেছি । এখানে শুধু চিকন চিকন করে দাগ দিয়ে সবগুলো ডিজাইনগুলো সম্পন্ন করতে হবে । এজন্য এই দাগ গুলো কোথায় কোন দিক দিয়ে দিতে হবে সেটা একটু খেয়াল রাখলেই হবে ।
এরপর একেবারে শেষের যে ঘরটা ডিজাইন করব সেটা একটু ভিন্ন ধরনের করে ডিজাইন করেছি । ছোট ছোট গোল গোল করে ফুলের মত করে ডিজাইন করেছি এবং সবগুলোতে ডিজাইন করে নিয়েছি । আর চিকন করে দাগানো ছিল সেগুলো মোটা করে দাগিয়ে নিয়েছি ।
এরপর যেসব ফাঁকা জায়গা ছিল সেগুলো কলম দিয়ে দাগিয়ে ভরে দেওয়ার পরে বাইরের অংশে ফোঁটা ফোটা দিয়ে গোল গোল করে ডিজাইন করেছি যাতে দেখতে ভালো লাগে । এভাবে করে সম্পূর্ণটা করে নিয়েছি তারপর আমি আমার নাম লিখে নিয়ে ছবি তুলে নিয়েছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
বেশ সুন্দর জেন ট্যাঙ্গল আর্ট বানিয়েছেন আপু। কম্পাস ব্যবহার করার জন্য গোলগুলো সমেত পুরো বাইরের লাইনগুলো খুবই নিখুঁত হয়েছে। সর্বপরি পুরো আর্টটি বেশ সুন্দর হয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কালো কলমের আর্ট টি অসাধারণ সুন্দর হয়েছে আপু।এই আর্ট করতে অনেক সময় ধৈর্য লেগেছে। আমি অবাক হয়ে গেছি আপনার এই আর্ট দেখে।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট টি ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
আপনার হাতে আর্ট করা কালো কলমের সুন্দর ডিজাইন টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর্ট টি সম্পন্ন করেছেন। আপনি আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আর্ট টি অনেক বেশি সুন্দর লাগছে আপু।
কালো কলমের চোখ ধাঁধানো ডিজাইনটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো আপু।আপনি সময় ও ধৈর্য নিয়ে সুন্দর এই আর্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
কালো কলমের খুব সুন্দর একটা ডিজাইন করেছেন। আপনার আজকের এই ড্রয়িং টা দেখে ভীষণ ভালো লেগেছে। কালো কলমের খুবই নিখুঁতভাবে আপনার আজকের আর্ট টা করেছেন। দেখে মনে হচ্ছে অনেক সময় লেগেছে এটা তৈরি করতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।
কালো কলমের চোখ ধাঁধানো একটা আর্ট করেছেন আপু। এই ধরনের আর্ট গুলো আমার কাছে দেখতে অসম্ভব ভালো লাগে। আর এরকম আর্ট গুলো করার জন্য অনেক দক্ষতার প্রয়োজন হয়। বুঝতেই পারছি আপনি অনেক নিখুঁতভাবে এবং সময় নিয়ে এই আর্ট সম্পূর্ণ করেছেন। আশা করি এরকম সুন্দর আর্ট সবসময় শেয়ার করবেন।
কালো কলম দিয়ে দারুন আর্ট তৈরি করেছেন আপু। প্রথমে কাটা কম্পাস দিয়ে অনেক সুন্দর ভাবে ফুলগুলো তৈরি করেছেন। এরপর খুব সুন্দর ভাবে ডিজাইন করেছেন। খুবই ভালো লাগলো আপু আপনার তৈরি করা আর্ট দেখে। শেয়ার করার জন্য ধন্যবাদ।