আর্ট :- নির্যাতিত মেয়ের আর্ট। ( বিচার চাই )

in আমার বাংলা ব্লগ14 days ago

IMG-20240818-WA0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি নির্যাতিত মেয়ের আর্ট।

মেয়েরা সত্যি এখনো পর্যন্ত কোথাও নিরাপদ নয়। যদি একজন ডাক্তার নিরাপদ ভাবে চলাফেরা না করতে পারে তাহলে সাধারণ মেয়েরা কিভাবে চলাফেরা করবে। বাবা মা কত স্বপ্ন নিয়ে নিজের মেয়েদেরকে মানুষ করে তোলে। বিশেষ করে একজন ডাক্তার হতে হলে একজন মানুষকে কত বেশি কষ্ট এবং পরিশ্রম করলে তা সম্ভব। এটা হয়তোবা যাদের মেয়ে আছে তারাই বলতে পারবে। বেশ কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে খারাপ লাগতেছিল। কিভাবে কোন মানুষ এত বেশি নির্যাতন করতে পারে। আমরা সবাই এর বিচার চাই। এই বিষয়টা নিয়ে আজকে একটি আর্ট করলাম।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই আর্টে আমি পেন্সিল ব্যবহার করেছি। পেন্সিল ছাড়াও আর্ট করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240818-WA0001.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• পেন্সিল বক্স
• ব্লেন্ডার
• রাবার
• কাটার

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর আমি পেন্সিল দিয়ে একটু একটু করে দুইটা চোখ এঁকে নিলাম।

IMG-20240818-WA0024.jpg

ধাপ - ২ :

এরপর আমি চোখের ভ্র গুলো এঁকে নিয়েছি। এরপর দুই পাশে মুখের একটা শেপ দিয়ে দিলাম।

IMG-20240818-WA0025.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি মাথার চুল গুলোকে একটা চিকন চিকন দিয়ে সেপ দিয়ে দিলাম।

IMG-20240818-WA0029.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি একটু একটু করে মাথার চুল গুলো পেয়ে পেন্সিল দিয়ে কালো করে রং করে নিলাম।

IMG-20240818-WA0026.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি এইতো একটু পরে খুব সুন্দর ভাবে চুলগুলো এবং জামার কিছুটা অংশ এঁকে নিলাম ।

IMG-20240818-WA0028.jpg

ধাপ - ৬ :

এরপর আমি নেতার মুখে কালো দাগ দিয়ে দিলাম। এবং চুল গুলো এলোমেলো এঁকে দিলাম।

IMG-20240818-WA0027.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240818-WA0001.jpg

IMG-20240818-WA0004.jpg

IMG-20240818-WA0003.jpg

IMG-20240818-WA0000.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 14 days ago 

আসলে এখনো পর্যন্ত মেয়েরা সত্যি কারের স্বাধীন হতে পারেনি। তাদের নিরাপত্তা এখনও পর্যন্ত নেই। তারা ভালোভাবে বাঁচতে পারছে না এখনো। একটা মেয়েকে কতটা নির্যাতিত করে মারা হয়েছে এটা ভাবতেই খারাপ লাগছে। আসলে আমরা এটার বিচার চাই। এই বিষয়টাকে তুলে ধরে তুমি অনেক সুন্দর ভাবে আর্টটি করেছো। তোমার আর্টটি অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে সুন্দর একটা আর্ট করে সবার মাঝে শেয়ার করার জন্য।

 13 days ago 

ঠিক বলেছ তুমি। সুন্দর করে একটা আর্ট করতে পেরে অনেক ভালো লাগছে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 14 days ago 

নির্যাতিত মেয়ের ভীষণ চমৎকার একটি আর্ট করেছেন আপু।আপনার করা আর্ট টি অসম্ভব সুন্দর হয়েছে।এতটা নিখুঁতভাবে আর্ট টি করেছেন।যা দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 13 days ago 

নির্যাতিত মেয়ের আর্টটি চমৎকার হয়েছে শুনে ভালো লাগলো।

 14 days ago 

ঠিক বলেছেন আপু হাসপাতালের মত এরকম একটি জায়গাতেই যদি ডাক্তার মেয়েরা নিরাপদ না থাকে তাহলে কোথায় নিরাপদ থাকবে। সে বিষয়টিকে নিয়ে আজকে খুব সুন্দর একটি আর্ট করেছেন। পেন্সিল স্কেচগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনার থেকে ভালো পেন্সিল স্কেচ কে করতে পারে। চমৎকার হয়েছে আজকের স্কেচটি।

 13 days ago 

আসলে আমরা মেয়েরা এখনো পর্যন্ত নিরাপদ হতে পারিনি।

 14 days ago 

সত্যি আমরা মেয়েরা এখনো অনেকটাই নিরাপত্তাহীনতায় ভুগি। এই যে কিছুদিন আগে ডাক্তার মেয়েটাকে ধর্ষণ করে মারা হলো ব্যাপারটা বেশি স্পর্শকাতর ছিল। এরকম হাজার হাজার মেয়েকে তার ইজ্জত হারাতে হয়।এসবের বিচার কি এই কখনো আমরা সঠিকভাবে হতে দেখেছি? দেখিনি।সময়োপযোগী খুবই সুন্দর একটি আর্ট করেছেন আপু বেশ ভালো লাগলো দেখে।

 13 days ago 

চেষ্টা করলাম আপু সময় উপযোগী একটি আর্ট করার জন্য।

 14 days ago 

পেন্সিল স্কেচ খুবই দারুন একটি বিশয়। আপনার করা নির্যাতিত মেয়ের স্কেচ অনেক সুন্দর হয়েছে। ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 13 days ago 

সুন্দর করে নির্যাতিত মেয়ের আর্টটি করার জন্য চেষ্টা করেছি আমি।

 14 days ago 

আসলে সঠিক বিচারের অভাবে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে সব জায়গায়। সমসাময়িক ঘটনাটা নিয়ে আজকের এই পেইন্টিংটা করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের পেইন্টিং টা দেখে। বেশ নিখুত ভাবে আপনি পুরো আর্ট টা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 13 days ago 

সেই ঘটনাকে কেন্দ্র করেই আমি আর্টটি করার জন্য চেষ্টা করেছি সুন্দর করে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 days ago 

ঠিক বলেছেন আপু মেয়েরা যে কোথাও নিরাপদ নয়। ডাক্তার মেয়ে যেখানে নিরাপর নয় সেখানে একটি সাধারন মেয়ে কিভাবে নিরাপদ থাকবে। মানুষ যত শিক্ষিত হচ্ছে তত যেন বর্বর হচ্ছে। বেশ সুন্দর এঁকেছেন নির্যাতিত নারীর ছবিটি। আর পেন্সিল স্কেচ করার কারনে আরও সুন্দর লাগছে বেশি। আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

 13 days ago 

আমি প্রতিনিয়তই চেষ্টা করবো এরকম সুন্দর সুন্দর আর্টগুলো শেয়ার করার জন্য।

 14 days ago 

আপু আপনি আপনার আর্টের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি দিক তুলে ধরেছেন। আমাদের সমাজের মেয়েরা অনেক সময় নিরাপদ নয়। তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। অসাধারণ একটি আর্ট ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 13 days ago 

হ্যাঁ বিভিন্নভাবে নারীরা নির্যাতনের শিকার হয়ে থাকে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58696.98
ETH 2291.47
USDT 1.00
SBD 2.44