গাজরের লাড্ডু খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এত মজাদার ভাবে আপনি এই লাড্ডু তৈরি করেছেন দেখে ভালো লাগলো। দেখে তো মনে হচ্ছে এটা খেতে খুব ভালো লেগেছিল। এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে লোভ সামলাতে পারিনা। আর এরকম লাড্ডু গুলো কিন্তু কম বেশি সবাই ভালোবাসে খেতে।
সত্যিই আপু গাজরের লাড্ডু খেতে এমন ভালো হবে তা আমি বুঝতে পারি নাই। তৈরি করার পরে খেতে ভীষণ ভালো লেগেছে।