এত মজাদার গাজরের লাড্ডু তৈরি করলেন দেখেই তো খেতে ইচ্ছে করছে। গাজর দিয়ে এরকম লাড্ডু তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আমি কয়েকবার খেয়েছিলাম গাজরের লাড্ডু। দেখে তো মনে হচ্ছে অনেক বেশি করে তৈরি করেছেন। আমার জন্য কয়েকটা পার্সেল করে পাঠিয়ে দেন আপু।
এত মজাদার গাজরের লাড্ডু তৈরি করলেন দেখেই তো খেতে ইচ্ছে করছে। গাজর দিয়ে এরকম লাড্ডু তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আমি কয়েকবার খেয়েছিলাম গাজরের লাড্ডু। দেখে তো মনে হচ্ছে অনেক বেশি করে তৈরি করেছেন। আমার জন্য কয়েকটা পার্সেল করে পাঠিয়ে দেন আপু।
আপনিও গাজরের লাড্ডু বানিয়ে খেয়েছেন জেনে ভালো লাগলো।নিমন্ত্রণ রইলো এসে খেয়ে যাবেন। এতো গুলো আমাদের সদস্য তাদের না পাঠিয়ে আপনাকে পাঠালে বৈষম্য হবে তাই পাঠাবো না😊।