আরে বাহ্ খুব সুন্দর ছিল তো বসন্তবৌরি নাটকটার পুরো কাহিনী। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই নাটকের রিভিউটা পড়তে। এই নাটকের মধ্যে নায়ক নায়িকা দুইজনে অনেক সুন্দর অভিনয় করেছে। এই নাটকের শেষের মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল। আমি তো ভাবছি সময় পেলে নাটকটা দেখব।
এটা ঠিক বলেছেন আপু। শেষের মুহূর্তটা দারুণ ছিল নাটকটিতে।