আপনার লেখা অন্ধ প্রেমিক কবিতাটা অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছেও খুব ভালো লেগেছে কবিতাটা পড়তে। ছন্দ মিলিয়ে খুবই দারুণ ভাবে পুরোটা লিখেছেন। এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো যতই পড়ি ততই ভালো লাগে। বাস্তবতাকে তুলে ধরেছেন আপনি কবিতার প্রতিটা লাইনের মধ্যে। আসলে একটা মেয়ে সংসারের সব কাজ করলেও দিন শেষে তাকে এই কথাটা শুনতে হয়, পুরো দিন কি কর।
জ্বি আপু বাস্তব জীবনে সব ময়েদেরকে এই কথাটা শুনতে হয়। তাই তাদের কথা চিন্তা করে এই কবিতাটি লেখা। ধন্যবাদ আপু।