সবাই মিলে সন্ধ্যাবেলায় বসে এভাবে ঝালমুড়ি মেখে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। অনেক মজাদার ঝাল মুড়ি তৈরি করেছিলেন দেখছি। ঝাল মুড়ি রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে আমার। কয়েকদিন আগেও ঝাল মুড়ি এভাবে মেখে খাওয়া হয়েছিল। লোভ লাগিয়ে দিলেন ঝাল মুড়ির মজাদার রেসিপি টা দেখিয়ে।