জোভান এবং কেয়া পায়েলের নাটকগুলো আমার খুব ভালো লাগে। তাদের বেশিরভাগ নাটক আমার দেখা হয়েছে। আই এম সিঙ্গেল এই নাটকটা যদিও দেখা হয়নি কিন্তু রিভিউ পোস্ট পড়তে ভালো লেগেছে। জোভান কেয়া পায়েলকে আসলেই অনেক ভালোবেসে ফেলেছিল। তাইতো কেয়া পায়েল জোভানের প্রস্তাবে রাজি না হওয়াতে, সে অনেক কষ্ট পায় আর নেশা করতে থাকে। সবশেষে দুজনের মিল হয়েছে দেখে খুব ভালো লাগলো। নাটকের শেষে এরকম মুহূর্ত আসলে বেশি ভালো লাগে।
নাটকটা কিছুদিন আগে কিন্তু মুক্তি পেল। অনেক সুন্দর ছিল এই নাটক দেখলেই বুঝতে পারবেন। ধন্যবাদ আপু আপনাকে।