আসলে আমাদের সবার জীবনেই সুখ দুঃখ এগুলো আসবে এবং এগুলো চলেও যাবে। কারণ সুখ দুঃখ কোনোটাই কিন্তু আমাদের জীবনে স্থায়ী না। মানুষ কয়েকদিন সুখে থাকলেই সৃষ্টিকর্তাকে আর স্মরণ করে না। কিন্তু সুখ দুঃখ সব সময় আল্লাহকে স্মরণ করা উচিত। আসলে কোনো মানুষই সারা জীবন সুখে থাকে না। আর এরকমটা কেউ বললেও সম্পূর্ণ মিথ্যা বলবে। কারণ এই পৃথিবীতে কেউই সম্পূর্ণভাবে সুখী নয়। সুন্দর করে লিখেছেন আমাদের এই জীবন নিয়ে, খুব ভালো লাগলো পড়ে।