You are viewing a single comment's thread from:
RE: ওয়েব সিরিজ রিভিউ: হোস্টেজেস ( সিজন ১: পর্ব ৭ )
দাদা আপনি আজকে অনেক সুন্দর করে হোস্টেজেস ওয়েব সিরিজটার সপ্তম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আজকের পর্বটার সম্পূর্ণ রিভিউ পড়তে। এই নাটকটার কয়েকটা পর্বের রিভিউ পড়েছি। আজকে এই পর্বের রিভিউ পড়ে ভালো লেগেছে। মিরা যখন অন্য কারো সাথে হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন দেখছি এটা অ্যাসিস্ট্যান্ট এর চোখে পড়েছিল। মিরা নিজের ছেলেমেয়ে দুজনকেই এখন আদির সাথে বের করে দিয়েছে। আর এই কাজটা করতে তারা সফল হয়েছে দেখে ভালো লাগলো। এখন তার রিঅ্যাকশন টা দেখার জন্য অপেক্ষায় থাকলাম দাদা। পর্বটা সত্যি অনেক সুন্দর ছিল। এবার থেকে চেষ্টা করবো প্রতিনিয়ত সবগুলো পর্বের রিভিউ পড়ার জন্য। আশা করছি আপনি তাড়াতাড়ি আমাদের মাঝে পরবর্তী পর্বগুলোর রিভিউ নিয়ে হাজির হবেন।