ভাইয়া প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। আসলে বৃষ্টিতে ভিজা কিন্তু অনেক বেশি খারাপ। একবার বৃষ্টিতে ভিজলেই হয়েছে সর্দি কাশি জ্বর অনেক বেশি লেগেই থাকে। আসলে অসুস্থ হলে কোনো কিছুই একেবারে ভালো লাগে না। আসলে অসুস্থ থাকলে মজার মজার আবার সামনে থাকলেও খাওয়ার জন্য একেবারে রুচি থাকে না। অসুস্থতার মাঝেও এখানে সব ভালো ভাবেই দেখতেছেন দেখে ভালো লাগছে। আপনার বলা কথাগুলো অবশ্যই মানার জন্য চেষ্টা করবো।
এই আবহাওয়ায় সচেতন হওয়া বড্ড জরুরী আপু, না হলে একদম অসুখ বেধে যাবে।