পাস্তা কিন্তু আমার নিজেরও অনেক বেশি পছন্দের। শুভ ভাইয়া আপনাদেরকে ট্রিট খাওয়ানোর পর থেকেই, পাস্তা খেতে আপনি ভালোবাসেন শুনে ভালোই লাগলো। আপনার তৈরি করা পাস্তা দেখে বুঝতে পারছি অনেক সুস্বাদু হয়েছিল। মনে তো হচ্ছে ঐদিন শুভ ভাইয়াকে একেবারে লুটে নিয়েছিলেন সবাই মিলে। যাইহোক এত মজাদার পাস্তা তৈরি করে সবার মাঝে শেয়ার করেছেন, দেখে খুব ভালো লাগলো। আমি আগে কখনো এরকম ভাবে পাস্তা তৈরি করিনি। তাই ভাবছি এভাবে তৈরি করবো। আশা করছি খেতেও ভালো লাগবে।
শুভ ভাই শুধু কফি অফার করেছিলো কিন্তু দশ বারোজন মানুষ আবার মহিলারা তাদের স্বামীদেরও ফোন করে ডেকে এনে যে যার মতো খাবার অর্ডার করেছিলো। তাহলে বোঝেন ঐদিন শুভ ভাইয়ের কব হাল হয়েছিলে?আমি আবার চুপচাপ ছিলাম শুভ যা খাইয়েছে তাতেই খুশি। 😁ধন্যবাদ আপু।