You are viewing a single comment's thread from:
RE: জেনারেল রাইটিং- আগুনে ঝলসে যাওয়া হাত দেখে আমার কিছু অনুভূতি ||written by@maksudakar ||
আপু, এই দুঃসংবাদটা আমি আগেই শুনেছি, আসলে অনেক বেশি খারাপ লেগেছে আপনার হাতের কথাটা শুনে। পুড়ে গেলে কতটা জ্বালা করে সেটা আমি জানি। কারণ অনেক বারই আমার ছোটখাটো হাত পুড়েছে। তবে সত্যিই আপনি অনেক ধৈর্যশীল, না হলে গরম মাড় হাতের উপরে পড়া সত্ত্বেও ভাতের পাতিল টা ফেলে দেন নাই। তবে এই অবস্থায় অফিস না করলেই মনে হয় ভালো হতো। তবে আপনার বস দেখছি একটু আগেও ছুটি দিতে পারল না। ভালোই হয়েছে ছোট বোনকে ডেকে নিলেন। যাই হোক আপনার হাত তাড়াতাড়ি ভালো হয়ে যাক এটাই কামনা করি।
কি আর করার এমন অবস্থা নিয়েই চলতে হবে আপু। ধন্যবাদ এমন সুন্দর একটি মন্তব্যের জন্য।