লোডশেডিং এর কথা কি বলবো আপু। লোডশেডিং এখন যায় না মাঝে মাঝে আসে এটাই বলতে হবে এখন। যাইহোক সুন্দর একটা একতারার ম্যান্ডেলা আর্ট করেছেন দেখছি যেটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই ধরনের সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্টগুলো আমার কাছে খুব ভালো লাগে দেখতে। একতারার নিচের অংশে নিখুঁত ডিজাইন করলেন আপনি যেটা খুব ভালো লেগেছে। সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনার করা পুরো ম্যান্ডেলা আর্ট টি। আপনি আসলেই খুব সুন্দর আর্ট করেন।
তাইতো দেখছি আপু লোডশেডিং যেন চলবেই।তবুও কাজ করার চেস্টা করছি। ধন্যবাদ আপু।