আমার কাছে মেহেদি লাগাতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব ভালো লাগে। মেহেদী বিভিন্ন অনুষ্ঠানে বেশি লাগানো হয়। বিশেষ করে ঈদের সময় যদি মেহেদী না লাগানো হয় তাহলে ঈদটাই ভালোভাবে উপভোগ করা যায় না। কিছু না কিছু একটা মিসটেক রয়েছে এরকমই লাগে। যাইহোক ননদের বিয়েতে হলুদ সন্ধ্যায় আপনি উনার হাতের মেহেদি লাগিয়ে দিয়েছিলেন শুনে ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা। বিশেষ করে গর্জিয়াস হওয়ার কারণে দারুণ লাগতেছে। নিশ্চয়ই ধোয়ার পরে কালার টা অনেক সুন্দর এসেছিল। কাবেরী মেহেদির কিন্তু এমনিতে ২-৩ দিন পর কালার হয়। আর দেখতে অনেক সুন্দর লাগে।