আসলে বাঙালি সুযোগের সৎ ব্যবহার করা কখনো হাতছাড়া করে না। তারা এই সুযোগটাই সব সময় চায়। আর যখনই এই সুযোগ তাদের সামনে আসে, তখন এটা কাজে লাগানোর চেষ্টা করে, যার কারণে অনেকেরই ক্ষতি হয়। আর তেমনি সিএনজি ড্রাইভার, বাস ড্রাইভার সহ প্রত্যেকটা ড্রাইভার এইসব সময়তে ভাড়া অনেক বেশি বাড়িয়ে ফেলে। আর এর কারণে সাধারণ জনগণদের ক্ষতি হয়। কারণ তারা অনেক দিন পর বাড়িতে আসে, কিন্তু এরকম সমস্যাগুলোর সম্মুখীন হলে কারো কাছেই ভালো লাগেনা।
একদম আপু! সুযোগ পেলেই একদম কাজ সেরে ফেলে। তবে সবার অবস্থা বুঝা উচিত