RE: লাউ দিয়ে রুই মাছের সুস্বাদু রেসিপি
দাদা আপনি লাউ দিয়ে রুই মাছের সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছেন আজকে, যেটা দেখে অনেক লোভনীয় লাগতেছে। লাউ যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলেই বেশিরভাগ মানুষেরই খেতে ভালো লাগে। রুই মাছ দিয়ে রান্না করা লাউ অনেকবার খাওয়া হয়েছে আমার। আর এভাবেও কিন্তু অনেক ভালো লাগে খেতে। কাঁকড়া দিয়ে কখনো লাউয়ের রেসিপি আমার খাওয়া হয়নি দাদা, যার কারণে আপনি এই কথাটা বলার কারণে আমার কাছে রেসিপি টা ইউনিক লেগেছে। এবং কি লাউ ভাজা ও খাওয়া হয়নি। রুই মাছ দিয়ে আসলেই অনেক ভালো লাগে এটার স্বাদ। রুই মাছ দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে অনেক বেশি সুস্বাদু হয়। লাউয়ের উপকারিতা যে এত বেশি এটা একেবারে জানতামই না দাদা। লাউ এর উপকারিতা সম্পর্কে অনেক ধারণা নিতে পেরেছি দাদা। শীতের সময়ে কিন্তু এই লাউটা সবাই খেয়ে থাকে। ধন্যবাদ দাদা সুন্দর করে রেসিপিটা তৈরি করার পদ্ধতি সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।