আপনার মেহেদির ডিজাইনগুলো যখন আমি দেখি, তখন বুঝতেই পারি যে আপনার মেয়ের হাতে আপনি মেহেদি লাগিয়ে দেন সবসময়। আর এজন্যই তো সে আপনাকে বলল সে আজকে নিজেই আপনার হাতে মেহেদি লাগিয়ে দেবে। আর অনেক সুন্দর করে দেখছি আপনার হাতের মধ্যে মেহেদির ডিজাইন করে দিয়েছে। মাশআল্লাহ্, আপনার মেয়ে কিন্তু সত্যি খুবই সুন্দর মেহেদি দিতে পারে হাতে। তার দেওয়া এই মেহেদির ডিজাইনটা কিন্তু আমার কাছে সত্যি খুব সুন্দর লেগেছে।