আসলে আমাদের যতই আছে, আমরা তত কিছুর পরেও শুধু চাই আর চাই। আমরা সন্তুষ্ট থাকতে পারিনা। তবে আমাদের এটা ভাবা উচিত, যারা রাস্তার ধারে থাকে, এক বেলা পায় আরেক বেলা খাবার পায় না তাদের কি অবস্থা। এটা ভেবে আমাদের যা আছে তার ওপর সন্তুষ্ট থাকা উচিত। সেই মানুষগুলো পারেনা নিজেদের স্বপ্ন পূরণ করতে। অনেক কষ্টে দিন কাটায়। আপনি এই টপিকগুলো তুলে ধরে অনেক সুন্দর করে আজকের কবিতাটা লিখেছেন আপু। আমার কাছে আপনার লেখা আজকের এই কবিতাটা পড়তে খুব ভালো লেগেছে।