চিংড়ি মাছ যদিও আমার খাওয়া হয়না, তবে চিংড়ি মাছের রেসিপি গুলো অনেক বেশি লোভনীয় লাগে। আপনি চিংড়ি বড়ার রসা রেসিপি তৈরি করেছেন, যেটা দেখে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে। এই রেসিপিটা আমার আগে কখনো তৈরি করা হয়নি, এবং কি আমার কাছে এটা একেবারে নতুন মনে হয়েছে। আপনার উপস্থাপনা দেখে এই মজাদার রেসিপি তৈরি শিখে নিতে পারলাম।
আপু আমিও আপনার মতোই চিংড়ি খাই না।পছন্দের চিংড়ি দিয়ে লোভনীয় রান্না করার পর যদি না খেতে পারি তাহলে কতটা দুঃখ হয় বলেন তো!😥ধন্যবাদ আপু।