অনেক সুন্দর করে একটা ফুলদানি অংকন করেছিলেন আপনি যা খুবই দারুন হয়েছে। এরকম ভাবে যেকোনো কিছু অঙ্কন করলে তা অনেক বেশি সুন্দর হয়। আপনি প্রত্যেকটা ধাপ সুন্দর করে তুলে ধরার কারনে যে কেউ দেখলে কিন্তু এটা খুব সহজে অঙ্কন করে নিতে পারবে। পেন্সিল দিয়ে এগুলো রং করে টিস্যু দিয়ে ব্লেন্ড করার কারণে অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপু, আসলে পেন্সিল স্কেচ আমারও অনেক ভালো লাগে। এজন্য বেশির ভাগ সময় এগুলোই করা হয়।