দাদা আজকেও নতুন একটা মুভির রিভিউ পেয়ে ভালো লেগেছে। আপনার মুভি গুলোর রিভিউ যত পড়ি আমার কাছে ততই অনেক বেশি ভালো লাগে। কিছুদিন আগে দেখা "আদিপুরুষ" মুভিটা অনেক সুন্দর ভাবে রিভিউ করেছেন। যদিও সময়ের কারণে মুভি দেখা হয় না তবে আপনার রিভিউর মাধ্যমে পড়লে আর দেখাও লাগে না। কারণ সম্পূর্ণ কাহিনীটা আপনার রিভিউর মাধ্যমে জানা যায়। এই ধরনের মুভি গুলো কিন্তু অনেক বেশি সময় দিয়ে করা লাগে। যার কারনে ই খুব একটা ফুটিয়ে তুলতে পারিনি। তবে যতটুকু ফুটিয়ে তোলা হয়েছে ততটুকু অনেক সুন্দর ছিল। দারুন ভাবে এই মুভিটার রিভিউ সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে সত্যি অনেক ভালো লেগেছে দাদা। আপনাকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এরকম সুন্দর একটা মুভির রিভিউ আমাদেরকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।