আপনার আম্মু ওনার ফ্রেন্ড দের সাথে এখনো সম্পর্ক খুব সুন্দর ভাবে রেখেছে এটা জেনে ভীষণ ভালো লেগেছে ভাইয়া। ওনাদের সবার একে অপরের সাথে যোগাযোগ আছে তাহলে। আর ওনারা কিছুদিন পর পর সবাই মিলে গেট টুগেদার করেন এটা জেনে তো আরো বেশি ভালো লেগেছে। সবাই মিলে একসাথে হওয়ার পরে প্রায় 183 জন হয়। দোয়া করি যেন আপনার আম্মুর যে বান্ধবীটা অসুস্থ উনি যেন সুস্থ হয়ে পড়েন এবং ওনার ফ্যামিলির মাঝে আবারও হাসিখুশি ভাবে জীবন যাপন করতে পারেন।